কালিহাতীতে পূর্বশত্রুতার জের ধরে অসহায় ব্যক্তিকে প্রাণনাশের হুমকি
মোঃ মিজানুর রহমান শামীম
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক বিভিন্ন বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে আনিছ আলী নামে এক ব্যক্তিকে দা দিয়ে কোপাতে চেষ্টা করা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের বিরুদ্ধে।
গত ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে কালিহাতীর ভিয়াইল বাজারে চা দোকানে পারিবারিক বিষয়ে কথাকাটাকাটি এক পর্যায়ে
বাদী আনিছকে ফিল্মি স্টাইলে দা দিয়ে কোপাতে চেষ্টা করে।
ভুক্তভোগী আনিছ আলী কালিহাতী থানায় বাদী হয়ে উপজেলা ভিয়াইল গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম (৪৫) ও ঘুনিপাড়া গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে সবুজ (৩৫) কে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। বাদী ঘুনিপাড়া গ্রামের মৃত্যু ইসমাইল হোসেনের ছেলে।
বাদী আনিছ আলী জানান, আমার ছেলে নাজমুল ৩ বছর পূর্বে বিবাদী ভিয়াইল গ্রামের নজরুল ইসলামের মেয়ের সঙ্গে রেজিঃ কাবিন মোতাবেক বিবাহ করা হয়েছে। নজরুল ইসলাম পূত্রবধুকে আমার বাড়ী থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুত্রবধূ আমার বাড়ী হতে যাইতে রাজী না হওয়ায় নজরুল ইসলাম আমাকেসহ আমার পরিবারের লোকজনদের মারপিট সহ ক্ষতি সাধন করার হুমকি প্রদান করে আসছে।
গত ৩০ জানুয়ারি সন্ধ্যায ভুক্তভোগী আনিছ আলী ভিয়াইল বাজারে চা স্টলে চা খেতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে নজরুল ইসলাম দা দিয়ে কোপ মারার চেষ্টা করে। ডাকচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে নজরুল আমাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।
বাদী আনিছ আলী আরো জানান, অভিযুক্ত নজরুল ইসলাম এলাকায় মাদকসহ অসামাজিক কার্যকলাপ কর্মকান্ডে জড়িত থাকায় দুষ্টচক্রের লোকজনের ইন্ধনে অপকর্ম করে আসছে। অভিযুক্ত নজরুল ইসলামের ভয়ে আমিসহ পরিবারের লোকজন অত্যন্ত ভীত জীবন যাপন করে আসছি। যেকোনো সময় খুন জখমসহ ক্ষতি সাধন করতে পারে।
এবিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছে অসহায় আনিছ আলীর পরিবার।
এবিষয়ে কালিহাতী থানার এসআই ইমাম জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।